বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, জুলাই আন্দোলনে নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন দেখানোর জন্য আমাদের প্রিয় শিক্ষার্থীরা যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন, যেভাবে বুকের তাজা রক্ত দান করেছেন সেই রক্তের ঋণ আমরা যেনো ভুলে না যাই।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর একাডেমিক ভবনে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
উপাচার্য বলেন, বাংলাদেশ এমন একটি অবস্থায় এসে উপনীত হবে, নতুন ভাবে স্বপ্ন দেখবে এই বিষয়টি আমরা আজ থেকে পাঁচ মাস আগে কল্পনাও করতে পারিনি। জুলাই আন্দোলনে আমাদের শিক্ষার্থীদের বুকের তাজা রক্ত আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো: আশরাফুজ্জামান, আইওটি এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিব হোসেন এবং এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীন আমল তাহসীন বক্তব্য রাখেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক