বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গবেষণাভিত্তিক অক্সফোর্ড-একিউএ প্রাক-প্রাথমিক শিক্ষা কারিকুলাম। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত স্বনামধন্য দুই শিক্ষাপ্রতিষ্ঠান—উইটন এবং গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল এই শিক্ষা কার্যক্রম শুরু করেছে।
দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য প্রণীত এই কারিকুলাম যুক্তরাজ্যের স্বীকৃত প্রাথমিক শিক্ষা কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে প্রয়োগ হচ্ছে।
এই কারিকুলামে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিকবিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষাদানের ক্ষেত্রে শিশুকেন্দ্রিক অনুসন্ধানভিত্তিক পদ্ধতি ও আন্তর্জাতিক মানের মূল্যায়ন কাঠামো প্রয়োগ করা হচ্ছে। এতে শিশুরা শেখে আনন্দের মাধ্যমে, নিজের গতিতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে।
সম্প্রতি উইটন ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই কারিকুলামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য থেকে আগত অক্সফোর্ড-একিউএর ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু কুম্ব। সভাপতিত্ব করেন উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান ড. আবদুল্লাহ জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড-একিউএর প্রশিক্ষণ ও সহায়তা টিমপ্রধান ম্যাট ম্যাকগ্রেগর, বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা, উইটন ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল (জুনিয়র স্কুল) সৈয়দা মিরা তাবাসসুম, উইটন ইন্টারন্যাশনাল স্কুলের আর্লি ইয়ার্স অ্যান্ড জুনিয়র স্কুলের ভাইস প্রিন্সিপাল মহসিনা শারমিন নিশাত, পারভীন কাদের ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল কর্নেল আলাউল কবির প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা