"সবুজে বাঁচি, পরিষ্কারে হাসি"-এই স্লোগানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) এনভারমেন্টাল অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ক্লাব আয়োজন করে দিনব্যাপী বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম।
বুধবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। উপাচার্য বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বিশ্ববিদ্যালয় নয়, দেশের প্রতিটি নাগরিক যদি নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখে, তবে ঢাকা একদিন বিশ্বের অন্যতম সুন্দর নগরী হয়ে উঠবে।
ক্লাবের মডারেটর মাহবুবুর রহমান জানান, শিক্ষার্থীরা আশপাশের এলাকায় গাছ লাগানোর পাশাপাশি রাস্তা ও জায়গা থেকে প্লাস্টিক ও পলিথিন পরিষ্কার করে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়েছে। তিনি বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সচেতনতা তৈরি ও সামাজিক দায়বদ্ধতা পালনে উদাহরণ সৃষ্টি করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ