হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মিডিয়া নাজিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এদিকে হবিগঞ্জের মাধবপুরে ১২০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাতে বিজিবি ধর্মঘর বিওপির হাবিলদার শওকত আলীর নেতৃত্বে ধর্মঘর কালিমন্দির এলাকা থেকে এ ইয়াবা জব্দ করা হয়।
এ ব্যাপারে বিজিবি ৫৫ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদ জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/ওয়াসিফ