সিলেটের বিমানবন্দর এলাকা থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে বিদেশি অস্ত্রসহ আটক করেছে র্যাব-৯। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দর থানার চৌকিদেখী এলাকার থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, শরিয়তপুরের নরিয়া উপজেলার কাঠুপুলি ডালী বাড়ী গ্রামের বেলাল ডালির ছেলে সুমন আহম্মদ ডালি ওরফে কার্লোস ও সুনামগঞ্জের ধর্মপাশা থানার ভাটাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইয়ামিন ইসলাম।
এ সময় তাদের ব্যাবহৃত সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার করেছে র্যাব। তারা সন্ত্রাসীদের কাছে চোরাই পথে নিয়ে আসা অস্ত্র বিক্রি করছে বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।
উদ্ধারকৃত অস্ত্র ও অটোরিকশাসহ আটকদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
বিডি প্রতিদিন/২২ এপ্রিল ২০১৮/আরাফাত