মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। রবিবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার চৌধুরীবাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, সিলেট জেলা যুবলীগ নেতা সুজেল আহমদ ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের গ্রামের বাড়ি জুড়িতে যাওয়ার জন্য সিলেট থেকে দুটি গাড়িতে নেতাকর্মীরা রওনা হন। চৌধুরীবাজার রাস্তায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস সামনে থেকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৮/হিমেল