কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বলসহ তিন ছাত্রনেতা কারাগারে পাঠিয়েছেন আদালত।
আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সোমবার আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাকি দুই ছাত্রদল নেতা হলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিএম মুক্তাদির রাজু, যুগ্ম আহবায়ক সারোয়ার মজুমদার ইমন।
জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি সিলেট আগমন উপলক্ষে খালেদা জিয়ার গাড়ি বহর মৌলভীবাজারের শেরপুর পৌঁছালে ঝটিকা মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে উত্তেজিত বিএনপি কর্মীরা পিছু হটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার আসামী হিসেবে আজ আদালতে গিয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৮/মাহবুব