মৌলভীবাজার সদর উপজেলায় তিন হাজার পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-কুলাউড়া উপজেলার সাদেকপুরের জামান প্রকাশ রাহেল (৩৭), সদর উপজেলার গোবিন্দশ্রী এলাকার রাসেল আহমদ (২৯) ও কলিমাবাদ এলাকার মুরাদ আলী মিলন (৩৭)।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার মোকাম বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শ্রীমঙ্গল থেকে একটি ইয়াবার চালান মৌলভীবাজার আসছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে মোকাম বাজার এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন