সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে এক ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হাজী শহিব উদ্দিন, বয়স ৬০ বছর। শুক্রবার সকালে উপজেলার বিয়ানীবাজার-সিলেট সড়কের গাছতলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল মুন্সি জানান, গত বৃহস্পতিবার রাতে দোকানের মালামাল কিনে সিলেট থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে পালিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
শহিব বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামের বাসিন্দা ও পৌরশহর এলাকার জামান প্লাজার আবরনী বস্ত্র বিতানের মালিক।
বিডি প্রতিদিন/২৭এপ্রিল ২০১৮/ওয়াসিফ