সিলেট নগরীর লামাবাজার এলাকাস্থ মদন মোহন কলেজের পাশের সড়কে ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সিলেট কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, ডাস্টবিনের মধ্যে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশটি দেখতে পান স্থানীয়রা। তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ওসি বলেন, রাতের আঁধারে কেউ নবজাতকের লাশটি ডাস্টবিনে ফেলে গেছে বলে আমরা ধারণা করছি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন