ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় ইলেকট্রনিক্স সিটির নির্মাণকাজ পরিদর্শন করেছেন।
শুক্রবার বিকাল ৩টায় পরিদর্শনকালে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্প এলাকা ঘুরে দেখেন। প্রকল্পের বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে অবহিত করেন প্রকল্প পরিচালক গোলাম সরওয়ার ভুঁইয়া। এসময় সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ, বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান, সংরক্ষিত আসনের সাংসদ এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রায় ১৬২.৮৩ একর জায়গার মধ্যে গড়ে ওঠছে সিলেট ইলেকট্রনিক্স সিটি। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। চলতি বছরের শেষের দিকে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন