সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে চার নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করা হয়। জৈন্তাপুরের মিনাটিলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করে সিলেট শহরে যাচ্ছিল ওই চারজন। আজ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- অভি চিসম অ্যানেস্ট (৩৫), আশাচি লিনাস এনমনি (৩৭), ওকাফার ওয়েসি ডেকর (৩২) ও জেমস ওকে সিহা (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় রাজ্যের আমকি এলাকা থেকে বাংলাদেশের মিনাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ওই চার নাইজেরিয়ান নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা সদরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে একটি মাইক্রোবাস থেকে তাদেরকে আটক করা হয়।
জৈন্তাপুর থানার ওসি মাঈনুল জাকির বলেন, চার নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশে প্রবেশের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দালালের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তারা।
ওসি আরো বলেন, অবৈধ অনুপ্রবেশ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার