সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে এক ভুয়া এসপিকে আটক করেছে পুলিশ। গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার ঢাকা দক্ষিণ বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাব্বির আহমদ (৩০) উপজেলার বাঘা ইউনিয়নের গোলাপনগর গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত রবিবার দিবাগত গভীর রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বাজারে একটি ব্যাংকের প্রহরীর সাথে এসপি পরিচয় দিয়ে খারাপ আচরণ করছিলেন সাব্বির আহমদ। ওই সময় গোলাপগঞ্জ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সাব্বির। পুলিশ তাকে আটক করে। তবে পাশে থাকা একটি সিএনজি অটোরিকশা নিয়ে চালক পালিয়ে যায়।
গোলাপগঞ্জ থানার ওসি একএম ফজলুল হক শিবলী বলেন, সাব্বির রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার