সিলেটের কানাইঘাট উপজেলা থেকে জামায়াত-শিবিরের নয় নেতাকর্মীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। আজ উপজেলার গাছবাড়ির নারাইনপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাত খান, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, সিনিয়র সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম সরকার, কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদসহ বিপুল সংখ্যক পুলিশ এ অভিযান চালায়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সক্রিয় নয় নেতাকর্মীসহ ১৪ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১১টি কিরিচ, ছোরা ও রামদা এবং ১১টি লোহার রড উদ্ধার করা হয়। মঙ্গলবার তাদেরকে আদালতে চালান দেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার