সিলেটের কানাইঘাটে বজ্রপাতে দুই কিশোর মারা গেছে। নিহতদের নাম, তোফায়েল আহমদ তামিম ও সালমান আহমদ। আজ দুপুরে উপজেলার বড়চতুল ইউনিয়নের উপরবড়াই গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।
নিহত তোফায়েল স্থানীয় উপরবড়াই গ্রামের করিম আলী বতাইয়ের ছেলে ও সালমান একই গ্রামের ফখরুল ইসলামের ছেলে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত দু’জনের স্বজনরা তাৎক্ষণিক মরদেহ দু'টি উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার