সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পু্লিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হতে এবং কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/ওয়াসিফ