হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকা থেকে ৭৬৮ পিস ভারতীয় শাড়ি কাপড় উদ্ধার করা করেছে। বৃহস্পতিবার বিজিবি অভিযান চালিয়ে এসব শাড়ি উদ্ধার করা হয়।
৫৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ জানান, মাধবপুর উপজেলার কিবরিয়াবাদ এলাকায় তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি জওয়ান টহল দেওয়ার সময় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৭৬৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছেন।
আটক শাড়ির মূল্য ২২ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। এসময় টহল বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা শাড়িগুলো রেখে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/০৩ মে ২০১৮/আরাফাত