শ্রমিক ইউনিয়নের চাদা বৃদ্ধির প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘটে দিনভর ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। ‘সিলেট-ঢাকা লাক্সারি বাস মালিক সমিতির’ ডাকা ধর্মঘটের কারণে আজ শুক্রবার সকাল থেকে ‘এনা পরিবহন’ ছাড়া অন্য কোন বাস সিলেট থেকে ছেড়ে যায়নি। পরে শ্রমিক ও মালিক নেতৃবৃন্দের যৌথ বৈঠক শেষে সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।
সিলেট বেড়াতে আসা ঢাকার মালিবাগের আবদুল কাদির জানান, পরিবারের সদস্যদের নিয়ে তিনি সিলেট বেড়াতে এসেছিলেন। সকালে টার্মিনালে এসে ধর্মঘটের বিষয়টি জানতে পারেন। বাস না পেয়ে তিনি বাধ্য হয়ে আবার হোটেলে ফেরত যেতে হয়েছে।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সামসুল হক মানিক জানান, শ্রমিক ইউনিয়ন পরিচালনা ও শ্রমিকদের কল্যানের জন্য তারা আগে প্রতিটি গাড়ি থেকে ৩০টাকা করে চাদা আদায় করতেন। গত ১৮ এপ্রিল সংগঠনের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ মে থেকে গাড়ি প্রতি শ্রমিকদের কাছ থেকে ৫০ টাকা চাদা আদায় করা শুরু হয়। শ্রমিকদের কাছ থেকে চাদা আদায় নিয়ে মালিকদের ধর্মঘট ডাকা অবান্তর বলে দাবি করেন তিনি।
মানিক আরও জানান, উত্তোলিত চাদা থেকে তারা শ্রমিক ইউনিয়নের ব্যয় নির্বাহ ছাড়াও চিকিৎসা সহায়তা এবং মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারকে সহায়তা দিয়ে থাকেন।
সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি জমির উদ্দিন জানান, পরিবহন শ্রমিকদের সাথে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর