হবিগঞ্জ জেলা কারাগারে আব্দুল হক (৪৫) নামে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামির মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আব্দুল হক বাহুবল উপজেলার রসুলপুর গ্রামের মধু মিয়ার ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা কারাগারের হাজতি আব্দুল হক শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করে। তাৎক্ষনিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ জেলা কারাগারের সুপার মো. গিয়াস উদ্দিন জানান, আব্দুল হক তার স্ত্রীর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়ে এক মাস আগে কারাগারে আসেন।
বিডি প্রতিদিন/০৫ মে ২০১৮/এনায়েত করিম