সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব (৩০) মারা গেছেন। শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার ধানমন্ডি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১০ এপ্রিল বিএনপি’র সিলেট বিভাগীয় মহাসমাবেশে শ্লোগানরত অবস্থায় অসুস্থ হয়েন হাবিব। সিলেট নগরীর মেন্দিবাগে তার বাসা। হাবিব মাত্র দেড় বছর আগে বিয়ে করেছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম বলে জানা গেছে।
কিডনী এবং হার্ট সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন হাবিব। সিলেট মহানগর বিএনপি’র সহ-সভাপতি সালেহ আহমদ খসরু জানান, ১০ এপ্রিল বিএনপি’র সিলেট বিভাগীয় মহাসমাবেশে শ্লোগানরত অবস্থায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন ছাত্রদল নেতা হাবিব। তাৎক্ষণিকভাবে তাকে ইবনে সিনা হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সপ্তাহখানেক আগে তাকে রাজধানীর ধানমন্ডি ক্লিনিকে নেয়া হয়।
রাতেই হাবিবের লাশ নিয়ে স্বজনরা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। লাশ সিলেটে আসার পর তার দাফন-কাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৬ মে, ২০১৮/ফারজানা