সিলেটের বিশ্বনাথে চিকিৎসাধীন অবস্থায় সংঘর্ষে আহত আতাউর রহমান নামের এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। তিনি উপজেলার আমতৈল গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে।
পরিবার সূত্র জানায়, পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে শনিবার রাতে সিলেটের একটি হাসপাতালে মারা যান। এ ঘটনায় শনিবার রাতেই প্রতিপক্ষের চারজনকে আটক করেছে থানা পুলিশ। আটকৃতরা হলেন, আমতৈল গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইমাম উদ্দিনের দুই ছেলে মুহিবুবর রহমান (৩৩), মিজান (১৯) ও একই গ্রামের মৃত ইজ্জত উল্লার ছেলে আনসার আলী (৪৫), মৃত নুরুজ্জামানের ছেলে রুমান আহমদ (২৩)। আজ রোববার তাদের সিলেট আদালতে পাঠিয়ে পুলিশ।
সূত্র জানায়, গত ১লা মে মঙ্গলবার আমতৈল গ্রামের প্রবাসী পারভেজ আহমদ ও আলা উদ্দিন গংদের মধ্যে সংঘর্ষ হয়। পরদিন বুধবার সন্ধ্যায় আলা উদ্দিনের পক্ষ নিয়ে ইমাম উদ্দিনরা ও পারভেজের পক্ষ নিয়ে তার শশুর আতাউর রহমান গংরা ফের সংঘর্ষে জড়ান। সংঘর্ষে আহত হন আতাউর রহমান। তাকে তাৎক্ষণিক উসমানী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে শনিবার দুপুরে বাড়ি ফেরেন তিনি। রাতে শারীরিক অবস্থায় অবনতি হলে ফের তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, নিহতের লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। এ ঘটনায় আটক চারজনকে কোর্টে পাঠানো হয়েছে। মামলার প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার