দীর্ঘ একযুগ ধরে কাঠ ব্যবসায়ীদের দখলে থাকা সিলেট নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন সড়ক মুক্ত করা হয়েছে। দখলের কারণে সংকুচিত হয়ে পড়ায় সোমবার ওই এলাকায় অভিযান চালাল ভ্রাম্যমাণ আদালত।
সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযানে ওই সড়ক দখলমুক্ত করা হয়েছে। অভিযানকালে তিনি বলেন, প্রায় একযুগ ধরে এসব কাঠ ব্যবসায়ী স্টেশন সড়কের অর্ধেকেরও বেশি অংশজুড়ে মালামাল রেখে দখল করে রেখেছিলেন। এর ফলে এখানে যান চলাচল বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম ব্যহত হচ্ছিল। তাছাড়া দখলকৃত সড়কটি মাদকাসক্তদের আড্ডাস্থল হওয়ায় নিয়মিত ছিনতাই ও চুরির ঘটনা ঘটত। এজন্য উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
শিগগিরই এ সড়কে সংস্কার কাজের উদ্যোগ নেয়া হবে বলেও জানান মেয়র আরিফ।
অভিযানকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এম নুরুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০৭ মে ২০১৮/এনায়েত করিম