সিলেটের মদন মোহন কলেজে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। শিবির নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে কলেজের শিক্ষক মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত নগরীর ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা রকি দেবকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দুপুরে মদন মোহন কলেজে শিক্ষক মিলনায়তনের সামনে থাকা রকি দেবের ওপর আকস্মিক হামলা চালায় কয়েকজন যুবক। ধারালো অস্ত্র দিয়ে রকির মাথা, হাত ও পায়ে কোপানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলাকারী কাউকে পায়নি পুলিশ।
মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান বলেন, সকালে শিবির ক্যাম্পাসে কার্যক্রম চালানো চেষ্টা করলেও রকি দেবসহ কয়েকজন তা প্রতিহত করেন। এর জেরেই রকির ওপর শিবির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। রকিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, আহত রকির মাথা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ, ২০১৯/মাহবুব