সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। তারা হলেন- চাচা আবুল তাহিদ (৬০) ও ভাতিজা রিপন মিয়া (৪৫)। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডুয়িংরা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন জানান, জমি নিয়ে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে চাচা আবুল তাহিদ ও ভাতিজা রিপন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বর্তমানে চাচা-ভাতিজার লাশ হাসপাতালের মর্গে আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা/আবু জাফর