সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার। ওইদিন কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় আগে বৈধ ঘোষণা হওয়া চার প্রার্থীই রয়ে গেছেন ভোটযুদ্ধে। সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মুহা. ইসরাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিস্কৃত সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী ও জুনায়েদ আহমদ মিয়া। এর আগে বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থী ফাহিমদা হোসেন লুমা ও শেখ জাহেদুর রহমান মাসুমের মনোনয়ন বাতিল ঘোষণা হয়। আপিলেও তাদের মনোনয়ন টেকেনি।
গত ১১ মার্চ সিলেট-৩ আসনের টানা তিনবারের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে মারা যান। এরপর ১৫ মার্চ আসনটি শূণ্য ঘোষণা করা হয়। আগামী ২৮ জুলাই আসনটিতে ভোটগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল