৭ ডিসেম্বর, ২০২১ ২১:০৮

'কর্মই মানুষকে অমর করে রাখে'

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট):

'কর্মই মানুষকে অমর করে রাখে'

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘মহৎ কর্মই মানুষকে অমরত্ব দান করে। এক যুগ থেকে অন্য যুগে পৌঁছে দেয়। মাস্টার তজম্মুল আলী তাঁর কর্মের মধ্যেই আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন। প্রজন্মের পর প্রজন্ম তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।    

আজ সিলেটের বিশ্বনাথে ‘মরহুম তজম্মুল আলী মাস্টার মেমোরিয়াল ট্রস্ট’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর ইউনিয়নের তাতিকোনা গ্রামে পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।    

পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহিদুর রহমান সাহিদ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. নুনু মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম সুনু মিয়া, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, কার্যনির্বাহী সদস্য শেখ মো. আজাদ, মতিয়ার চৌধুরী, প্রবাসী এলাইছ মিয়া মতিন, মঈন উদ্দিন সুহেল, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম, পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুলের হাসান হাফিজুর রহমান টিপু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ।


বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর