সিলেট শহরতলির টুকেরবাজার এলাকার পীরপুরে সুরমা নদী থেকে আব্দুল কাদির (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে জালালাবাদ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। আব্দুল কাদির সিলেটের জালালাবাদ থানার মইয়ারচর গ্রামের মৃত নাছির খান পুতুলের ছেলে।
তিনি স্ত্রী-সন্তান নিয়ে সিলেট নগরীর কানিশাইল এরাকার মারজান মিয়ার কলোনিতে ভাড়া বাসা নিয়ে থাকতেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা পীরপুর গ্রামের সালাম মেম্বারের বাড়ির পাশে সুরমা নদীতে আব্দুল কাদিরের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে দুপুর ১২টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরমা নদীর উত্তরপাড় থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠায়।
কাদিরের স্ত্রী মাছুমা বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে কাদির প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘর থেকে বের হন। এরপর ফিরে না আসায় তার স্ত্রী সিলেট কোতয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের একদিন পর কাদিরের লাশ মিললো তারই এলাকায় সুরমা নদীতে।
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি তদন্ত বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন