সিলেটের গোলাপগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
গত রবিবার রাতে এলাকাবাসী তাকে পিটুনি দিয়ে গোলাপগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে। এ ঘটনায় সোমবার থানায় মামলা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক ক্বারী মাওলানা ফয়েজ উদ্দিন (৫০) গোলাপগঞ্জ পৌরসভায় একটি মাদ্রাসা পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার এক শিক্ষার্থীকে গত শনিবার জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করলে সে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। পরদিন রবিবার মাদ্রাসায় যেতে অনিহা দেখে অভিভাবকরা কারণ জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। গত মার্চ মাসেও তাকে ফয়েজ উদ্দিন পাশবিক নির্যাতন করেন বলে ওই ছাত্র জানায়। পরে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী রবিবার রাতে ফয়েজ উদ্দিনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার সঞ্জয় জানান, আহত মাদ্রাসা শিক্ষককে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে নির্যাতিত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন