ভারত থেকে অবৈধভাবে আনা ‘বর্ডার ক্রস’ রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। জব্দকৃত মোটরসাইকেলের বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর থানার বাগেরখাল গ্রামের ফখর উদ্দিনের ছেলে নাজিম আহমদ (২৮) ও গোয়াইনঘাট উপজেলার আটগ্রামের উছমান গণির ছেলে শাহিন আহমদ (২২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নগরের টিলাগড় ফুটওভারব্রিজের নিচে অভিযান চালিয়ে ভারতীয় ‘রয়্যাল এনফিল্ড হান্টার ৩০৫’ একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা সীমান্ত দিয়ে অবৈধভাবে মোটরসাইকেলটি এনে সিলেট শহরে নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এএম