চট্টগ্রামে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ওই ব্যক্তির নাম আতিকুর রহমান মামুন। বুধবার গভীর রাতে নগরীর কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মামুন নগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী এলাকার মো. শফিকের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ১৫ হাজার পিস ইয়াবাসহ মামুন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা ক্রয় করে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার