৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:৫৪

চট্টগ্রামে ৭৯৭ চিকিৎসক নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে ৭৯৭ চিকিৎসক নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

চট্টগ্রামে ৭৯৭ জন চিকিৎসক নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বুধবার সকাল ৮টায় নগরের হোটেল রেডিসন ব্লুতে ‘জরুরি পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান’ শীর্ষক সম্মেলন শুরু হয়। সম্মেলনে দেশি ৯৮ জন এবং বিদেশী ১১ চিকিৎসক মোট ১০৬টি বৈজ্ঞানিক ধারণাপত্র উপস্থাপন করবেন। উপস্থাপন করা হবে চিকিৎসা সংশ্লিষ্ট ১১টি পোস্টার।   

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ (সিআইডিসি) এ সম্মেলনের আয়োজন করে।  এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, পোল্যান্ড, অস্ট্রলিয়া, কোরিয়া, তুর্কি এবং শ্রীলংকার চিকিৎসক অংশগ্রহণ করেন।  

সিআইএমসি’র অধ্যক্ষ আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার মেডিকেল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. আজমী মোহাম্মদ নুর, সিআইডিসি অধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ, সম্মেলনের প্রেস অ্যান্ড পাবলিকেশন  সেক্রেটারি ডা. কামরুল হাসান, সিআইডিসি’র সিনিয়র সহকারী পরিচালক ডা. সরওয়ার কামাল প্রমুখ।     

চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘জাতিসংঘ ঘোষিত স্বাস্থ্যখাতে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে চিকিৎসক সমাজকে এগিয়ে আসতে হবে। বিশাল জনগোষ্ঠীর এ দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। অন্যথায় দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে।’

সিআইডিসি অধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ বলেন, ‘চিকিৎসকদের প্রতিনিয়তই জরুরি পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু অনেক চিকিৎসক  জরুরি অবস্থা মোকাবেলা করতে গিয়ে বেকায়দায় পড়েন। আমরা মনে করি, আজকের সম্মেলন চিকিৎসকদের জরুরি মুহূর্ত মোকাবিলায় দক্ষতা অর্জন করতে পারবেন। এই সম্মেলন স্বাস্থ্যখাতে ব্যাপক অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।’

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর