চট্টগ্রামে হাত পা বাধা অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই তরুনীর নাম লিমা আকতার। শুক্রবার ভোর রাতে জেলার আনোয়ার উপজেলার খুরুশকুল এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত লিমা খুরুশকুল এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে। তিনি কেইপিজেডে একটি গার্মেন্টেসে চাকরি করতেন।
আনোয়ারা থানা পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাড়ির পাশে ডোবা থেকে লিমা আক্তারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে লিমা আক্তার তার মা খদিজা বেগমসহ একই রুমে ঘুমান। ভোর ৩টার দিকে খদিজা বেগম জেগে দেখেন পাশে লিমা নেই। পরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তারা বাড়ির পাশে ডোবায় লিমা আক্তারের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৯/মাহবুব