চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকায় চেম্বার থেকে হোমিও চিকিৎসক মনির হোসেনের (৫২) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পাঠানটুলীর নজির ভান্ডার মাজার গলি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান বলেন, ‘চেম্বার থেকে পচা গন্ধ বাইরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দিলে হোমিওপ্যাথিক ডা. মনির হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। চেম্বারটির ভেতরে খাটে ঘুমন্ত অবস্থায় ওই চিকিৎসকের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন