স্কুল জীবনের প্রিয় শিক্ষক মোহাম্মদ ইসহাক স্যারের খোঁজ নিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেখানে গিয়ে তার পা ছুঁয়ে সালাম করেন তথ্যমন্ত্রী। চট্টগ্রামের সরকারি মুসলিম হাইস্কুলের ছাত্র ছিলেন তিনি। তৎকালিন সময়ের জনপ্রিয় এ শিক্ষকের পাঠদানে মুগ্ধ ছিলেন শিক্ষার্থীরা। মন্ত্রী হওয়ার পরও সেই শিক্ষককে ভুলতে পারেননি তথ্যমন্ত্রী।
শুক্রবার সকালে প্রবীণ এ শিক্ষককে দেখতে নগরীর বায়েজীদের বাসায় ছুঁটে যান মন্ত্রী। গিয়েই প্রিয় শিক্ষকের পা ছুঁয়ে সালাম করে দোয়া নেন।
প্রিয় শিক্ষককে কাছে পেয়েই মন্ত্রী ফিরে যান পুরনো অতীতে। তথ্যমন্ত্রী শিক্ষককে বলেন- ‘স্যার আগে সাইকেল চালাতেন, এখনও চালান?’ শিক্ষকের জবাব আসে, ‘অনেকদিন ধরে চালাই না।’
প্রিয় ছাত্রের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তথ্যমন্ত্রীকে আগামীতে শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চাই। একজন ডক্টর আরেকজন ডক্টরের মূল্য বুঝে। আর আমার প্রিয় সাংবাদিক হলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।’
তথ্যমন্ত্রী তার সফরসঙ্গীদের বলেন, ‘স্যারের যোগ্যতা এত বেশি যে, শিক্ষকতায় না এলে তিনি পাকিস্তানের সচিব হতেন।’ মোহাম্মদ ইসহাক প্রত্যুত্তরে বলেন, ‘আমি তো সেখানে যাবো না বলে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন