মরণব্যাধি ক্যান্সার রোগ প্রতিরোধে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ এবং স্কুল-কলেজের পাঠ্যসূচিতে ক্যান্সার বিষয়ে সচেতনতার বিষয়টি অন্তর্ভূক্তকরণসহ দশটি দাবি জানিয়েছে ক্যান্সার আক্রান্তদের পরিবারের সদস্যদের সংগঠন ক্যান্সার সারভাইভার্স ফোরাম।
বুধবার দুপুরে নগরের কারিতাস মিলনায়তনে ‘হতদরিদ্র ক্যান্সার রোগীদের চিকিৎসায় সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি করা হয়। অন্য দাবিগুলো হলো- বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সরকারি কর্মসূচিতে অন্তর্ভূক্ত করা, ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার প্রক্রিয়া (মেমোগ্রাম, পেপস স্মেয়ার টেস্ট, ভায়া পরীক্ষা) সহজ করা, হাসপাতালে রোগীদের জন্য নির্দেশনামূলক গাইড প্রকাশ, হতদরিদ্র গরীব রোগীদের বিনামূল্যে পরীক্ষা ও ওষুধ সরবরাহ করা, পরিবার ও রোগীদের কাউন্সেলিং করা, ক্যান্সার আক্রান্ত পরিবারকে পুনর্বাসনের পরিকল্পনা, সমাজে ক্যান্সার রোগীদের প্রতি ইতিবাচক মনোভাব তৈরিতে পদক্ষেপ গ্রহণ এবং তামাকজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ করা।
মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের সহকারি অধ্যাপক ডা. আলী আসগর চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. নুরুল হায়দার শামীম, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, ডা. শাহানা বেগম, ডা. মোহাম্মদ রকিবুল হাসান, কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক উইলিয়াম গোমেজ, এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক মোহাম্মদ আলী শিকদার, আইডিএফ- এর সুদর্শন বড়ুয়া, টিআইবি-এর মো. তৌহিদুল ইসলাম ও ক্যান্সার সারভাইভার্স ফোরামের সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম খান প্রমুখ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের সহকারি অধ্যাপক ডা. আলী আসগর চৌধুরী বলেন, ‘দেশে বর্তমানে বছরে এক লাখ ৫০ হাজার মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এরমধ্যে এক লাখ ৮ হাজার মারা যায়। ব্যয়বহুল হওয়ায় অধিকাংশ রোগীই চিকিৎসার বাইরে থাকছেন। কিন্তু মরণব্যাধি এই ক্যান্সার রোগ থেকে মুক্ত থাকতে নিজে, নিজের পরিবার এবং সমাজে এ ব্যাপারে প্রয়োজনীয় সচেতনতা তৈরি করার কোনো বিকল্প নেই। এ ব্যাপারে প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় জ্ঞান দেওয়া এবং মসজিদের ইমামরা শুক্রবার মুসল্লিদের মধ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করতে পারেন। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে ক্যান্সার সচেতনতার বার্তা পৌঁছে যাবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল