চট্টগ্রাম নগরীর একটি কবরস্থানের পাশের ফুটপাত থেকে ছুঁড়ে ফেলা প্রায় ৮ মাসের একটি শিশুকে উদ্ধার করেছেন পুলিশের এক সদস্য। মো. হিরণ মিয়া নামের খুলশী থানার ওই এএসআই শিশুটিকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করেছেন। শিশুটির অবস্থার অবনতি হওয়ায় চমেক আইসিইউতে রাখা হয়েছে। তবে এই দৃষ্টান্তমূলক কাজের জন্য অনেকেই সাধুবাদ জানাচ্ছেন ওই এএসআইকে।
সোমবার দুপুর দেড়টার দিকে এসএসসি পরীক্ষায় ডিউটিরত খুলশী থানাধীন চট্টগ্রাম সরকারি মডেল স্কুল ও কলেজের পাশে এ ঘটনা ঘটে বলে জানান খুলশী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হিরণ মিয়া।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল ও কলেজের সামনে পরীক্ষার ডিউটি করছিলাম। এসময় খুলশী কলোনি থেকে পলিটেনিক মোড়ের দিকে যাওয়া একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি কিছু একটা জিনিস কবরস্থানের পাশের ফুটপাতে (সড়ক) ফেলে দেয়। এরপর দ্রুতই আবারও সিএনজি অটোরিকশাটি নিয়ে চলে যায়। এসময় দৌড়ে গিয়ে দেখতে পাই একটি শিশু। শিশুটিকে উদ্ধার করে খুবই মুমূর্ষু অবস্থায় চমেকে নিয়ে যাই। এসময় শিশুর শরীরে ময়লা দুর্গন্ধ ছিল। তবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির পরিচয় এখন পাওয়া যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, ৭-৮ মাস বয়সী মেয়ে শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা বা কী কারণে শিশুটিকে ছুঁড়ে ফেলে গেছে তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পুলিশ হেফাজতে শিশুটির চিকিৎসা চলছে। শিশুটি সুস্থ হলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম