এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম (৮৫) ও ছেলে আহসানুল আলমও (২৬) করোনা আক্রান্ত হয়েছেন।
শনিবার বিআইটিআইডির ল্যাবে নমুনা পরীক্ষা শেষে রাতে এই তথ্য জানানো হয়। আক্রান্ত দুজনকে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এর আগে গত ১৭ মে সাইফুল আলম মাসুদের পাঁচভাইসহ ছয়জনের করোনাভাইরাস পজিটিভ হয়। তার মধ্যে বড় ভাই মোরশেদুল আলম গত শুক্রবার রাতে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
করোনা মোকাবিলায় গঠিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিভাগীয় সমন্বয়ক আ ম ম মিনহাজুর রহমান গণমাধ্যমকে বলেন, মাসুদ সাহেবের মা এবং ছেলে আক্রান্ত হয়েছেন। তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
তার আগে আক্রান্তরা হলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ, পরিচালক রাশেদুল আলম, পরিচালক শহীদুল আলম, পরিচালক ওসমান গণি এবং এদের এক ভাইয়ের স্ত্রী ফারজানা বেগম।
অপর এক ভাইকেও দুদিন জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ঢাকায় স্থানান্তর করা হয় বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/আরাফাত