শিরোনাম
১৭ জানুয়ারি, ২০২১ ১৯:২৪

নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইসলামী আন্দোলনের প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইসলামী আন্দোলনের প্রার্থী

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জান্নাতুল ইসলাম নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। শনিবার গণসংযোগকালে তিনি এ শঙ্কার কথা জানান।

গণসংযোগকালে জান্নাতুল ইসলাম বলেন, আওয়ামী লীগ কর্মীরা উশৃঙ্খল আচরণ করছে। তাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয়, নিজেদের মানুষও নিরাপদ নয়। প্রতিদিনই তাদের সংঘাতের খবর আসছে পত্রপত্রিকায়। এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্খিত। তাই সুষ্ঠু নিরাপত্তার স্বার্থে সকল অস্ত্রধারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

শনিবার নগরীর সদরঘাট থানা এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবুল কাসেম মাতব্বর, সেক্রেটারি আল মুহাম্মদ ইকবাল, গণসংযোগ সমন্বয়ক ডাক্তার রেজাউল করীম, মিডিয়া সমন্বয়ক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, মাওলানা শেখ আমজাদ, আব্দুল করীম, মাওলানা ইব্রাহিম, পোলিং এজেন্ট সমন্বয়ক আবু সুফিয়ান, ডাক নওয়াব আলী,শামসুল আলম, মনির হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর