চট্টগ্রামে করোনাভাইরাসের টিকাগ্রহণে ভিড় বাড়ছে। টিকাদান কর্মসূচির তৃতীয় দিনে টিকা গ্রহীতার সংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর ও ১৪টি উপজেলায় তৃৃতীয় দিনে টিকা নিয়েছে ৬ হাজার ৫৯ জন। এর আগে দ্বিতীয় দিনে ২ হাজার ৬৭৮ জন এবং প্রথম দিনে ১ হাজার ৯০ জন।
জানা যায়, চট্টগ্রামে মঙ্গলবার ভ্যাকসিন নিতে আবেদন করেছে ৪৯ হাজার ৯৩১ জন। এর মধ্যে নগরের ৩৮ হাজার ৮৯০ জন ও ১৪ উপজেলায় ১১ হাজার ৪১ জন। নগর ও ১৪টি উপজেলায় করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন ৬ হাজার ৫৯ জন। এর মধ্যে চট্টগ্রাম নগরে ৩ হাজার ৩২ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৩০৫ জন ও মহিলা ৭২৭ জন। অন্যদিকে ১৪টি উপজেলায় ভ্যাকসিন নিয়েছেন ৩ হাজার ২৭ জ। এর মধ্যে পুরুষ ২ হাজার ১৪৩ জন ও মহিলা ৮৮৪ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে মঙ্গলবার ও ১৪টি উপজেলায় তৃৃতীয় দিনে টিকা নিয়েছে ৬ হাজার ৫৯ জন। ভ্যাকসিন গ্রহণের পর কারো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সুষ্ঠুভাবে টিকাদান কর্মসূচি পালন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার