চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ও কর্ণফুলী উপজেলার শিকলবাহায় পৃথক অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে গেছে। রবিবার দিনের বেলায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, শিকলবাহার ৬ নম্বর ওয়ার্ডের জামালপাড়া এলাকায় বিকেল সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। খবর পেয়ে লামারবাজার ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ৪টি সেমিপাকা ও ৫টি কাঁচা বসতঘর পুড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে নগদ সাড়ে ৩ হাজার করে টাকা, ৩টি করে কম্বল ও এক বান্ডিল করে টিন দেওয়া দেওয়া হয়।
অন্যদিকে রবিবার বেলা সোয়া একটার দিকে নগরের পাহাড়তলী থানার ব্যাংক কলোনি এলাকার আবদুর রহমানের বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আটটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে।
এ দুটি ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান কর্তব্যরতরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন