লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় তিন মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহ আলম (৪১), মো. জাহাঙ্গীর (৩০) এবং মো. আয়াত (৪০)। তাদের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।
দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আব্দুর বলেন, মহাসড়কের পদুয়া বাজার এলাকায় কক্সবাজারমুখী একটি মাইক্রোবাস সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়।
অপর দুই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে চকরিয়া সিটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তারাও মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর