চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আঁধারমানিক গ্রামে পুকুরে ডুবে সামাদ নামের দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সামাদ স্থানীয় রওশন তালুকদার বাড়ির আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলতে গিয়ে সামাদ বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। ১৫-২০ মিনিট খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে পুকুরে দেখতে পায়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দেড়টার দিকে নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বগুজরা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ বলেন, ৫নং ওয়ার্ডে পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলেছেন, খেলতে খেলতে শিশুটি পুকুরে পড়ে গিয়ে মারা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার