২৩ এপ্রিল, ২০২১ ১৭:১১

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিনের মৃত্যু

সাহাব উদ্দিন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার সাহাব উদ্দিন আর নেই। মৃত্যুকালে এই বীর মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৭০ বছর।

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর পাঁচলাইশ ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গত ২৮ মার্চ মো. সাহাব উদ্দিনের করোনা শনাক্ত হয়। পরে হাসপাতালে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়। অতি সম্প্রতি অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে পুনরায় হাসপাতাল ভর্তি করা হলে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর পাঁচলাইশ ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মরহুম হাফেজ আহমদের ছেলে মো. সাহাব উদ্দিন।

বাদ জুমা জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার মোজ্জাফফর আহমদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। 

মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিনের মৃত্যুতে চট্টগ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পৃথক বিবৃতিতে শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও যুদ্ধকালীন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান জহিরুল হক দোভাষ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চসিক এক্স কাউন্সিলর ফোরামের সমন্বয়কারী এম জামাল হোসেন, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার আহমেদ হোসেন, সহকারী কমান্ডার এ কে আলাউদ্দিন, সহকারী কমান্ডার নাছির উদ্দীন, সহকারী কমান্ডার আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার মো. হারুন, সহকারী কমান্ডার বদিউজ্জামান, সহকারী কমান্ডার বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ প্রমুখ । 

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর