৯ মে, ২০২১ ১৯:১৫

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

আবাসিক ভবনে ঢুকে মালিককে মারধর করে টাকা আদায়ের অভিযোগে তিন ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে নগরীর বাকলিয়া থানা পুলিশ। শনিবার রাতে নগরীর কল্পলোক আবাসিক এলাকার ‘এফ’ ব্লকের তিন নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। 

পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে গ্রেফতার তিনজন হলেন- রিয়াদ করিম (৩১), মো. ওসমান (২৮) এবং মো. রায়হান (২০)।

বাকলিয়া থানার ওসি রুহুল আমীন বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনজন ব্যক্তি কল্পলোক আবাসিকের মো. লিটনের মালিকানাধীন ভবনে প্রবেশ করে। তারা নিজেদের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। ওই ভবনের বিভিন্ন বাসায় অনৈতিক কর্মকাণ্ড চলছে দাবি করে ৩০ হাজার টাকা দিতে বলে। না হলে তল্লাশি করে মামলা দায়ের হবে বলে ভয় লাগায়। টাকা না দেওয়ায় তারা ভবন মালিক লিটনকে মারধর করে। এরপর লিটন একজনের বিকাশ নম্বরে ৫ হাজার টাকা দেন। পরে তিনি কৌশলে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে আমরা গিয়ে ওই এলাকার আরেকটি বাসায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করি। গ্রেফতার তিনজনই ইয়াবা আসক্ত বলে ধারণা করছি। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর