চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে খোরশেদ আলম হাওলাদার নামে এক নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) দুপুরে জেলার সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত খোরশেদ ভোলার জেলার বোরহানউদ্দিন থানার কালু মিয়া হাওলাদারের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুম সুত্রে জানা যায়, ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন খোরশেদ। স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত