চট্টগ্রাম নগরীর একটি খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আকবরশাহ থানাধীন লতিফপুর টোলরোডের কালিরছড়া খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে খাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল প্রিন্টের হাফ শার্ট ও জিন্স প্যান্ট।
ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর