চট্টগ্রামে করোনাভাইরাসের আরও ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না এবং ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ চীনের তৈরি সিনোফার্মের টিকা। গত শনিবার রাত ১০টার দিকে টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে। এসব টিকা দিয়ে সোমবার থেকে চট্টগ্রামে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হবে। এর আগে গত ৬ আগস্ট ৩ লাখ ৯ হাজার ২০০ ডোজ, ২৮ জুলাই ১ লাখ ৮৫ হাজার ডোজ এবং ১১ জুলাই চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা চট্টগ্রামে আসে।
জানা যায়, সোমবার থেকে আবারও প্রথম ও দ্বিতীয় ডোজের নিয়মিত টিকা দেওয়া শুরু হবে। এর মধ্যে মডার্নার টিকাগুলো শুধুই দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে। অন্যদিকে টিকার জন্য নিবন্ধন করে অপেক্ষমাণ থাকা ব্যক্তিরা এবার প্রথম ডোজ হিসেবে পাবেন শুধু সিনোফার্মের টিকা। তবে বিদেশগামীদের ক্ষেত্রে এই নিয়মের বাইরে প্রথম ডোজ হিসেবে মডার্না দেয়া হবে। সেক্ষেত্রে তাদের ভিসা, পাসপোর্ট বা টিকেট দেখাতে হবে। এর আগে গত ১২ আগস্ট টিকা কর্মসূচি স্থগিত করা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সোমবার থেকে আবারও টিকা প্রদান শুরু হবে। প্রথম ডোজ হিসাবে সিনোফার্মা এবং দ্বিতীয় ডোজ হিসাবে দেয়া হবে মাডার্নার টিকা। তাছাড়া প্রবাসীদের ভিসা ও টিকিট দেখা সাপেক্ষে মডার্নার টিকা দেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার