চট্টগ্রাম দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন নুরুল আমিন নামে এক নৈশ প্রহরী। শনিবার সকালে মীরসরাই উপজেলার কমরআলী রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আমিন কমরআলী বাজারের একটি স’মিলের নৈশ প্রহরী ছিলেন।
মীরসরাই থানার ওসি (তদন্ত) মো ওলিউল্লাহ বলেন, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা আমিনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল