চট্টগ্রাম নগরের জেএমসেন হলে হামলার ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে গত শনিবার সকালে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওইদিনই পুলিশ ৮৪ জনকে গ্রেফতার করে। এছাড়া অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগ আনা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বলেন, জেএমসেন হলের পূজা মন্ডপে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়। এর আগে ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এএম