২৫ অক্টোবর, ২০২১ ২১:৫৯

ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণের দাবি হাসান মাইজভান্ডারীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণের দাবি হাসান মাইজভান্ডারীর

সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী।

ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণ এবং জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ করেছেন ‘এসজেডএইচএম ট্রাস্ট’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। সোমবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রে মুসলিমদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মাচার পালনসহ মৌলিক মানবাধিকারগুলো মদিনা সনদের বিধিবদ্ধ। এতে কোনো প্রকার ব্যত্যয় ঘটানোর অবকাশ নেই।

মন্দিরে কোরআন রেখে উত্তেজনা ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশে রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতা সৃষ্টির মতলবে অশুভ মহল সাম্প্রতিক অপতৎপরতা শুরু করেছে। এই অশুভ শক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আবেদন জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর